মৌর্য বংশ

Show Important Question


21) কলিঙ্গ যুদ্ধ কোন সময় হয়েছিল?
A) 216 খ্রি.পূ.
B) 261 খ্রি.পূ.
C) 273 খ্রি.পূ.
D) 340 খ্রি.পূ.

22) চন্দ্রগুপ্তের মাতার নাম কি?
A) চেল্লনারি
B) কুমারদেবী
C) মুরাদ
D) কেউই নন

23) শত্রুদের দমনকারীর অর্থে ‘অমৃত্রাঘাত’ নামে কে ইতিহাসে পরিচিত ?
A) চন্দ্রগুপ্ত
B) বিন্দুসরা
C) অশোক
D) কৌটিল্য

24) ইতিহাসে অশোক কি হিসাবে খ্যাত নন
A) কামাশোক
B) চন্দ্রাশোক
C) ধর্মাশোক
D) কালাশোক

25) কে উল্লেখ করেছিলেন “সকল মানুষই আমার সন্তান”
A) চন্দ্রগুপ্ত মৌর্য
B) বিন্দুসরা
C) অশোক
D) কনিষ্ক

26) সম্রাট অশোকের শিলালিপিগুলি কোন ভাষায় লেখা হয়নি
A) খরোস্ত্রী লিপি
B) ব্রাহ্মী লিপি
C) সংস্কৃত লিপি
D) এ্যারামিক লিপি

27) প্রায় কত বছর বিন্দুসরার ছেলেদের মধ্যে উত্তরাধিকারী সংগ্রাম চলেছিল
A) ৩ বছর
B) ৪ বছর
C) ৫ বছর
D) ৬ বছর

28) নিম্নে উল্লেখিত কোন শহরটি অশোক তৈরী করেছিলেন
A) তোশালী
B) কোটান
C) শ্রীনগর
D) উজ্জয়িনী

29) অশোকের সময়কালে ‘সুবর্ণগিরি’ কোন অঞ্চলের একটি শহরের নাম ছিল
A) মধ্যপ্রদেশ
B) অন্ধ্রপ্রদেশ
C) তামিলনাড়ু
D) আফগানিস্তান

30) কোন সূত্র থেকে মৌর্য যুগের রাজধানী পাটলীপুত্রের প্রশাসনিক ব্যবস্থা সম্পকে জানা যায়
A) অর্থশাস্ত্র
B) অশোকের শিলালিপি
C) ইন্ডিকা
D) এদের কোনটি নয়

31) In which century did Ashoka reign? / অশোক কোন শতাব্দীতে রাজত্ব করেছিলেন?
A) Second century B.C./ খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী
B) Third century B.C./ খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী
C) Second century AD/ দ্বিতীয় শতাব্দী খ্রিস্টাব্দ
D) Third century AD./ তৃতীয় শতাব্দী খ্রিস্টাব্দ

32) Chandragupta Maurya spent his last days at / চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষভাগ কোথায় কাটিয়েছিলেন
A) Pataliputra/ পাটলিপুত্র
B) Sravanabelagola/ শ্রাবণ বেলাগোলা
C) Magadh/ মগধ
D) Gaya/ গয়া

33) অশোকের শিলালিপি কোন ভাষায় লিখিত?
A) দেবনাগরী
B) ব্রাম্হি ও খরোষ্ট্রি
C) সংস্কৃত
D) পালি

34) বৌদ্ধপ্রথা ও ইতিহাস অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন –
A) শুদ্র
B) বৈশ্য
C) ব্রাম্হন
D) ক্ষত্রিয়

35) মৌর্য সিংহাসনে বসার আগে অশোক কোথাকার শাসক ছিলেন ?
A) বৈশালী
B) তক্ষশীলা
C) উজ্জ্বয়িনী
D) পাটলিপুত্র

36) Who is known as ‘Kunik’ in the history of India? / ভারতের ইতিহাসে কে 'কুনিক' নামে পরিচিত?
A) Bimbisara/ বিম্বিসার
B) Ajatasharu/ অজাতশতত্রু
C) Bindusara/ বিন্দুসার
D) Ashoka/ অশোক

37) কে প্রায় ৮০ হাজার স্তুপ বানিয়েছিলেন ?
A) অশোক
B) পুষ্যমিত্র
C) মিয়ান্দার
D) কনিষ্ক

38) অশোকের কোন শিলালিপি থেকে অশোকের ধর্মীয় সহনশীলতা সম্পর্কে জানা যায় ?
A)
B)
C) ১২
D) ১৩

39) তাঁর শিলালিপিতে অশোক নিজেকে অভিহিত করেন কি বলে ?
A) চণ্ডাশোক
B) ধর্মাশোক
C) দৈব্য পুত্র
D) দেবনামপ্রিয় প্রিয়দর্শী

40) বিন্দুসার কোন উপাধি ধারণ করেছিলেন ?
A) একরাট
B) অমিত্রঘাত
C) ভারতের রক্ষাকর্তা
D) লিচ্ছবি দৌহিত্র